হাটহাজারীতে চার প্রতিষ্ঠানকে অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৪২ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফন নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে চালানো এ অভিযানে বিভিন্ন অপরাধে হাটহাজারী পৌরসভা বাজারের মুসলিম হোটেল, চৌধুরী হোটেল এবং তৈয়ব স্টোর নামক মোট চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় সর্বমোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয় এবং সকলকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি যানজট নিরসনে অবৈধ পার্কিং রোধে সড়কের বিভিন্ন স্থানে পৌরসভা হতে নো পার্কিং লেখা সম্বলিত স্ট্যান্ড স্থাপন করা হয়। অভিযানের সময় পৌরসভা ও ভূমি অফিসের কর্মকর্তাসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফন নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধচকবাজার থানায় আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম আটক