হাটহাজারীতে চাঁদের গাড়ি ভর্তি সেগুন কাঠ আটক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ৫০ পিস সেগুনকাঠ ভর্তি একটি চাঁদের গাড়ি আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পৌরসভার এগারমাইলস্থ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি এলাকা থেকে গাড়িসহ কাঠগুলো আটক করা হয়। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির দিক থেকে তিনটি অবৈধ চাঁদের গাড়ি ভর্তি মূল্যবান সেগুন কাঠ চট্টগ্রাম নগরীর দিকে পাচার করা হবে জেলা এনএসআই চট্টগ্রামের এমন তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনে অবস্থান নেয় বনবিভাগের কর্মীরা। এদিকে কাঠ ভর্তি গাড়িগুলো বনবিভাগের কর্মীদের অবস্থান টের পেয়ে গেলে কাঠ ভর্তি চাঁদের গাড়িগুলো নগরীর দিকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় পেছনে ধাওয়া দিলে দুটি গাড়ি পালিয়ে গেলেও নাম্বার বিহীন অন টেস্ট লেখা একটি গাড়ি হাটহাজারী অক্সিজেন মহাসড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে হাটহাজারী স্টেশন অফিসে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে আটককৃত কাঠের মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হতে পারে পারে। জানতে চাইলে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধসিইউসিবিএ এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ