ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গত ২১ ও ২২ জুন হাটহাজারী উপজেলায় অবস্থিত ঘাসফুল নজুমিয়াহাট শাখা এবং সরকারহাট শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে। সংস্থার পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান এসব চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাইক্রোফিন্যান্স বিভাগের সহকারি পরিচালক শামসুল হক, এরিয়া ম্যানেজার মোহাম্মদ ওসমান এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।