হাটহাজারীতে ঋতু দে (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুয়াইশ ভান্ডারী ভবনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, এক বছর পূর্বে চন্দ্রঘোনা এলাকার সময় পাড়ার রতন দে’র মেয়ে ঋতু দে’র সাথে আনোয়ারা উপজেলার উত্তর ইছাখালী গ্রামের পরান দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী উক্ত এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। রোববার পরিবারের লোকজনের অনুপস্থিতিতে সে ঘরের সিলিং ফ্যানে শাড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয় ইউপি মেম্বার মো. লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি।












