হাটহাজারীতে একটি মার্কেটের ছাদ থেকে গাঁজা গাছসহ মো. সেকান্দর (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মেখল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাজির আলী শাহ ফকির বাড়ির মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে একটি মার্কেটের ছাদে গাঁজা গাছ লাগানোর হোতা সেকান্দরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় ১ কেজি ১১০ গ্রাম ওজনের দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাঁজা গাছসহ আটককৃতকে সকালের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।