হাটহাজারীতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযানে খাজা বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলার কাটিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন।
ইউএনও বলেন, কাটিরহাট বাজারে খাজা বেকারীতে অভিযান পরিচালনা করতে গিয়ে বেকারীতে উৎপাদিত খাদ্য সামগ্রী নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে, মেয়াদোর্ত্তীণ উপকরণ, দীর্ঘদিনের ব্যবহৃত মিষ্টির রস এবং ক্ষতিকর মেয়াদোর্ত্তীণ রঙ ব্যবহার করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর উপরকরণ ব্যবহার করার দায়ে বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় মালিককে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধহতদরিদ্র কিডনি রোগীরা পেল আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধঅনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ সভা