হাটহাজারীতে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ইছাপুর ফয়েজিয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারে সমৃদ্ধি ও প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুল এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের মেখল ইউনিয়নের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৮নং মেখল ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেখল ইউপি’র সাবেক চেয়ারম্যান আবদুল মালেক, ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আবুল কালাম মাস্টার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। রুমেল মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রাশেদুল ইসলাম ও মামুনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে ১৩৫ জন প্রবীন, ৩৩ জন যুব ও নারী এবং ৪২ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে ইউনুস মেমোরিয়াল একাডেমি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধশারিরীক প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন