হাটহাজারী পৌরসভার দুগ্ধ খামার সংলগ্ন এলাকার কৃষি মাঠে গতকাল সোমবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নোয়াখালী, ফেনী,লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলার নব নিযুক্ত কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। উপ- সহকারী কৃষি কর্মকতা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকতা রিসালত আহমেদ। অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোরশেদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।