হাটহাজারীতে বার বার অভিযান চালিয়েও অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা বন্ধ করা যাচ্ছে না।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আবারও টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে রাসেল নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালের দিকে অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, ওইদিন রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকায় রাস্তার পাশের আবাদযোগ্য কৃষি জমি থেকে অবৈধভাবে স্কেভেটরের সাহায্যে কৃষি জমির টপ সয়েল (জমির উপরিভাগের মাটি) কাটা হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালন উপজেলা প্রশাসন।
এসময় জিজ্ঞাসাবাদে টপসয়েল কাটার কাজে জড়িত ব্যক্তি রাসেল তার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআর মূলে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।