হাটহাজারীতে কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

উপজেলা প্রশাসনের সহায়তায় হাটহাজারীতে ৫শ কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এই বীজ বিতরণ করেন। ভোজ্য তৈলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাহিদা পূরণের জন্য সরিষা বীজ বিতরণ করা হয়েছে। ৯শ ৫০ হেক্টর জমিতে চাষাবাদ করার জন্য এই বীজ বিতরণ করা হয়। সরিষা বীজের সাথে প্রয়োজনীয় সারও প্রদান করা হয়। উপজেলা পরিষদ চত্বরের কৃষি দপ্তরের সামনে বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এতে প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য সরিষা বীজ পাবেন ও প্রয়োজনীয় সার পাবেন ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম সংযোজনে চেক হস্তান্তর