হাটহাজারীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাসুদ হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দেড়টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ছরারকুল ওয়াহিদ আলী চৌধুরী বাড়ির টিনসেড ভাড়া ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।নিহত মাসুদ রাউজান উপজেলার উরকিরচর গ্রামের জাকের হোসেন প্রকাশ আবদুস শুক্কুরের পুত্র। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে পুলিশ উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত কিশোরের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে চমেক হাসপাতালে প্রেরন করেন ময়না তদন্তের জন্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।থানায় অপমৃত্যুর মামালা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরবর্তী তিন দিনে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
পরবর্তী নিবন্ধদুইজনের ৫ বছরের কারাদণ্ড