হাটহাজারীতে কলেজে পাসের হার ৭৩.২৭ ও মাদ্রাসায় পাসের হার ৯৭.৭৭ শতাংশ

এইচএসসি ও সমমানের ফল

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী গত রোববার প্রকাশিত এইচ এস সি পরীক্ষার ফলাফল ১৫ টি কলেজে পাশের হার ৭৩.২৭%। কলেজ থেকে জিপিএ পেয়েছে ১শ ৫১ জন। উপজেলার আওতাধীন ১০ টি মাদ্রাসার আলিম পরীক্ষার পাশের হার ৯৭.৭৭%। জিপিএ পেয়েছে ১০ জন। কলেজ থেকে মাদ্রাসার পাশের হার অপেক্ষাকৃত ভালো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৯ শ ৫ জন। কৃতকার্য হয়েছে ৩ হাজার ৫ শ ৯৪ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩ শ ১১ জন। জিপিএ পেয়েছে ১ শ ৫১ জন। মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪শ ৪ জন। কৃতকার্য হয়েছে ৩ শ ৯৫ জন। অকৃতকার্য হয়েছে ৯ জন। তৎমধ্যে জিপিএ পেয়েছে ১০ জন। হাটহাজারী সরকারি কলেজে সর্বাধিক মোট ৮৭ জন জিপিএ পেয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ জিপিএ প্রাপ্তের মধ্যে ২য় স্থানে রয়েছে। এই কলেজ থেকে ৪২ জন জিপিএ পেয়েছে। জিপিএ প্রাপ্ত কলেজের মধ্যে নাজিরহাট কলেজ ৩য় স্থানে রয়েছে।

এই কলেজ থেকে ১১ জন জিপিএ পেয়েছে। ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ পায়নি। ১০ টি মাদ্রাসার মধ্যে জামেয়া অদুদিয়া সুন্নিয়া ও ফতেপুর মঞ্জুরুল উলুম মাদ্রাসায় ৩ জন করে জিপিএ পেয়েছে। ৪টি মাদ্রাসায় কেউ জিপিএ পায়নি। তবে ৬ টি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধউপজেলায় পাঁচ বছরে ৫ টাকার অনিয়ম হয়নি, আগামীতেও এর ব্যত্যয় হবে না
পরবর্তী নিবন্ধবিমান বন্দরে এমপি নদভী সংবর্ধিত