হাটহাজারীতে একটি কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে বিভিন্ন মালামালসহ ওষুধপত্র চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যার নাম্বার ২০৪৭। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর জান আলী চৌধুরী বাড়ি সংলগ্ন রহিমপুর কমিউনিটি ক্লিনিকে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন গত সোমবার ২৯ জানুয়ারি দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ক্লিনিকের তালা ভেঙে বিভিন্ন মালামালসহ ১৭ টি আইটেমের ওষুধ চুরি করে নিয়ে যায়।
এর আগেও উল্লেখিত কমিউনিটি ক্লিনিকে দুই বার চুরির ঘটনা ঘটেছিলো। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা মঙ্গলবার রাত ৯ টার দিকে দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঙ্গলবার রাতে জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।