হাটহাজারীতে কমিউনিকেবল ডিজিজ বিষয়ক কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে কমিউনিকেবল ডিজিজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক গতকাল বুধবার কর্মশালার আয়োজন করে। কর্মশালায় যক্ষা, ম্যালেরিয়া, কোভিট ও এইচ আই ভি বিষয়ে জনগনকে সচেতন করার জন্য বিভিন্ন শ্রেনী পেশার জনগণকে নিয়ে কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় আগতদের নিজ নিজ এলাকায় এসব রোগের বিষয়ে জনগনকে সচেতন করার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ব্র্যাকের চট্টগ্রাম জেলা ম্যানেজার মো. জামাল উদ্দিন ভূইয়া। ব্র্যাক কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম হাটহাজারীর ম্যানেজার সৃজন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ডা. মাশুকুর রহমান। অংশ গ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নূরুল আবসার আনসারী।

পূর্ববর্তী নিবন্ধটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পর্ক জোরদার অত্যাবশ্যক
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল