হাটহাজারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ব্যাংকের এক মাঠকর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার ৯৯০ টাকা ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যাংকের মাঠকর্মী জয় তারা মার্মা (২৭) খাগড়াছড়ি সদরের চাইলা প্রু মার্মার পুত্র। আহত জয় জানান, গতকাল তিনি ফরহাদাবাদ এলাকা থেকে তার অফিসের ঋণের কিস্তির টাকা উত্তোলন করে বংশাল এলাকার পূর্ব সেয়ান বাড়ির ঘাটায় পৌঁছা মাত্র মোটরসাইকেল যোগে আসা ৩ যুবক তার গতিরোধ করে তার কাছে রক্ষিত ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা ছিনিয়ে নিতে পিস্তল ও চাকু দিয়ে ভয় দেখায়। টাকা দিতে না চাইলে পিছনে ছুরিকাঘাত করে জয়ের কাছে থাকা ৮৫,৯৯০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক ইমরান হোসাইন গণমাধ্যদকে জানান, খবর পেয়েই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের সাথেও কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।