হাটহাজারীতে এক রাতে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে ১৪নং শিকারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল চুরির ব্যাপারে গাড়ির তিন মালিক স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়িকে গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ৮নং ওয়ার্ডের চহুরখানহাট এলাকার হাসেমি নূর ভবনে বাড়া বাসায় চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল মালিকগণ থাকেন। গত বুধবার তারা তিন জন মোটরসাইকেল বাসার সিড়ির নীচে রেখে রাতে যথারীতি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখে বাসার সিড়ির নীচে লোহার কলাপসিবল গেইটের তালা কেটে চট্টমেট্রো ল ১৪-২৮৭৪, চট্টমেট্রো হ ১৬-৩৬৫৮ এবং ব্রাহ্মণবাড়িয়া হ ১১-৩৪৯২ নম্বরের তিনটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। চুরির বিষয়টি নিশ্চিত হয়ে মোটরসাইকেলের তিন মালিক যথাক্রমে মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সাইফুল ইসলাম ও মো. শেখ আহম্মদ গত বুধবার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির নিকট লিখিতভাবে গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন। শিকারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও ইউপির প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম মোটরসাইকেল চুরির ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।