হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরিফুল ইসলাম আদিল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার ফটিকা কড়িয়ার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় আদিল তার চাচাতো ভাই সামিরকে নিয়ে হাটহাজারী বাজার থেকে ব্যাডমিন্টন খেলার র্যাকেট মেরামত করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। কড়িয়ার দিঘির পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আদিল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাটহাজারী পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর আরোহী সামিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের মামাতো ভাই খোরশেদ খান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।










