হাটহাজারীতে উদ্ধারকৃত অজগর সাপ পাহাড়ে অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসদরের কড়াইদীঘির পাড় এলাকা থেকে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। গত বুধবার দুপুর ১২টার দিকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রফিক নামের এক যুবক সাপটি দেখে বন বিভাগকে অবহিত করে।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, সাপটি খাবারের খোঁজে লোকালয়ে এসেছিল। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটি পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপূর্ণতা লাভে ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত