হাটহাজারীতে ৩৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে শেরে বাংলা মাজার গেইট দেওয়ান নগর ও আলাউল দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন পৌরসভার দেওয়ান নগর এলাকার সহিদ পারভেজের পুত্র নিজাম উদ্দিন (৩৪) ও ফতেপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের লোকমানের পুত্র মোনশেদ আলম (৪১)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছে। আটককৃতদের গতকাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।












