হাটহাজারীতে দুটি ইটভাটায় মোবাইল কোর্ট করেছেন উপজেলা প্রশাসন। এ সময় একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে শুরু হওয়া এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন।
মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার কাটিরহাটস্থ শান্তিরহাট এলাকার কর্ণফুলি ব্রিক্স এর চিমনি স্কেবেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এবং হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকার সোনালী ব্রিক্স এ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধীন তিন লক্ষ টাকা জরিমানা করে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি দিয়ে ইট ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, ভুমি অফিসের কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে এ মোবাইল কোর্টের পরিচালনা করা হয়।অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।