প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের হাটহাজারী আন্তঃ ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ফজলুল কাদের উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রথমার্ধের শুরুতে ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় দল গোল করে এগিয়ে যায়।
প্রথমার্ধে আর গোল পরিশোধ করতে পারেনি ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। একে একে চার গোল করে শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলার শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।