হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা চৌদ্দটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে ইউ এন ও কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল হাটহাজারী উপজেলা সংস্থার এডহক কমিটির এক সভায় তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। হাটহাজারীতে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, খেলোয়াড় সৃষ্টির লক্ষে পাশাপাশি মাদক, ইভটিজিং সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার বিকল্প নেই। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিল সদস্য সচিব ও যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, মো. মজিবুল আলম চৌধুরী, আব্দুল মান্নান দৌলত, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, যুব উন্নয়ন অফিসের সহকারি মো. শরীফ।