হাটহাজারীতে ইঁদুর দমন অভিযান উদ্বুদ্ধকরণ সভা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ইঁদুর দমনে অভিযান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কৃষকদের নিয়ে এই সভার আয়োজন করেন। জাতীয় ইঁদুর দমন অভিযানে এবারের প্রতিপাদ্য বিষয় ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’।

কৃষি সমপ্রসারণ অফিস মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার শারমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বাশিদ শাহরিয়ার রিপন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কান্তি শীল। সভায় ইঁদুরের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে ইঁদুর দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মহসিন আজীবন পীরের খেদমতে নিবেদিত ছিলেন
পরবর্তী নিবন্ধইমামতির পাশাপাশি ইমামদের আত্মনির্ভরশীল হতে হবে