হাটহাজারীতে গাছ থেকে পড়ে গিয়ে সৈয়দ মোহাম্মদ সামুন (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮নং ওয়াডস্থ সৈয়দ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সামুন একই এলাকার মৃত সৈয়দ আবুল কাসেমের দ্বিতীয় পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক সাড়ে বারটার দিকে ঘরের পাশের সামুন আম পাড়তে গাছে উঠেন। এসময় অসাবধানতাবশত ওই আম গাছের ঢাল ভেঙে মাঠিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থা নিকটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল রবিবার সকালের দিকে গ্রামের বাড়িতে নিহতের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য এসএম মাহবুব আলম সাজু শনিবার বিকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, সামুন গত কয়েক বছর পূর্বে প্রবাস থেকে নিজ দেশে ফিরে আসেন। নিহত সামুন দুই সন্তানের পিতা ছিলেন। তার মা ঢাকায় থাকা সামুনের মায়ের আজ দুপুরের দিকে অপারেশন হবার কথা ছিলো। ওটিতে ঢুকানোর একটু আগে ছেলের এমন করুণ মৃত্যুর খবর পেয়ে তিনি হাটহাজারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান।