হাটহাজারীতে আগুনে পোড়া আনুমানিক ২০/২১ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকুলস্থ রেল লাইন এলাকার পূর্ব পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে উল্লেখিত স্থানে এক মহিলার আগুনে পোড়া ও গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাশ উদ্ধারকারী পুলিশের উপ–পরিদর্শক আনু মং মারমা জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন পূর্বে হত্যা করে লাশটি আগুনে পুড়িয়ে ওই জঙ্গলে ফেলে গিয়ে থাকতে পারে। মুখমন্ডল আগুনে পুড়ে যাওয়ায় লাশের চেহারা বুঝা যাচ্ছে না।
হাটহাজারী থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।