হাটহাজারীতে আগুনে দুই দোকান পুড়ে ছাই

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বড় দীঘির পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃস্ট আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা ওই এলাকার নুরুল আলমের খাটের (ফার্নিচার) দোকান এবং বাছা মিয়ার চায়ের স্টলে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ওই দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেলেও দ্রুত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের আরো অনেক দোকানঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তারা। ক্ষতিগ্রস্থদের দাবী এ ঘটনায় তাদের ১৫/২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল আলম জানান, গতকাল রাতে আগুনে আমার খাটের দোকান, বাছা মিয়ার অটো ইলেক্ট্রিকের দোকান,মো.হারুনের চায়ের দোকান, মো.ইউছুপের স্কেরাবের দোকানসহ মোট চারটি দোকান পুড়ে যায়।

বড়দিঘীর পাড় এলাকার ইউপি সদস্য তোফায়েল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান রবিবার সকাল সাড়ে নয়টার দিকে দৈনিক আজাদী কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশেপাশের অনেক দোকানপাট আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ৩ থেকে ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল লবণ চাষীর
পরবর্তী নিবন্ধনগরীতে কু’খ্যাত মাদক ব্যবসায়ী নেজাম গ্রেফতার