হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে তিন চিল্লার সাথীদের নিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় তাবলীগ জামাতের জোড় ইজতেমা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। রোববার দুপুরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি ঢাকা কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোঃ জোবায়ের আখেরী মোনাজাতের মাধ্যমে জোড়ের তিন চিল্লার ইজতেমা শেষ হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জোড় ইজতেমায় ১১টি জেলা যথাক্রমে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারসহ হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি শুরু থেকে ইজতেমার ময়দানে সমবেত হন। এছাড়া ভারত পাকিস্তান থেকেও বিদেশী অতিথি এসেছেন জোড় ইজতেমায়।
চট্টগ্রাম তাবলীগ জামাতের শূরা সদস্য হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন বলেন, তিন দিনের জোড় ইজতেমা ঢাকার টঈি মাঠের বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি উপলক্ষে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এতে বিশ্ব ইজতেমা সফলতার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় জোড় ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।