হাটহাজারীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সেলিম উদ্দীনের সাথে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অ্যাডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম ও মো. এনামুল হকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন চৌধুরী নোমান। বক্তব্য রাখেন নুরুল আমিন, মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ্‌ আল মামুন, সোলায়মান সওদাগর, মোসলেহ উদ্দীন মাসুদ, আলী আকবর চাম্বু, মুজিবুর রহমান চেয়ারম্যান, আবু মো. ফোরকান, ওয়াহিদুল আলম, আবুল মনছুর, জসিম উদ্দীন, মোঃ জাকির হোসেন, মেখল ইউনিয়ন ইঞ্জি. সৈয়দ মহিবুল হক, তসলিম হায়দার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, সৈয়দ নুরুল আলম, মফিজুর রহমান, শ্যামল বড়ুয়া, হাসান লিটন, শাহ আলম মেম্বার, ডা. কামাল হোসেন, এডভোকেট রফিকুল আলম, মুক্তিযোদ্ধা শামসুল আলম, সেলিম মাস্টার, মোস্তফা, আমিনুল ইসলাম, নাজিম উদ্দীন, মো. হারুন, মোমিনুল ইসলাম, সত্য নারায়ণ ধর, সন্তোষ ধর, শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে চায়ের উৎপাদন এবং ব্যবহার
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার কাউন্সিল