হাটহাজারীতে ঝটিকা মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০),পশ্চিম ধলই ০২নং ওয়ার্ড এলাকার মো.আকতার হোসেন(২৩),ফতেপুর ইউপির ০৯নং ওয়ার্ড এলাকার মো.শাহাদাত হোসেন (৪৪),০১নং ওয়ার্ড, দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
জানা যায়, গত রবিবার ভোর সকালের দিকে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতা-কর্মীসহ তিন মিনিট ব্যাপি একটি মিছিল বের করে।
তবে মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজনের মাথায় হেলমেট পরিহিত ছিলো।
এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেয়। পরে পুলিশ ভিডিও দেখে বর্তমান সরকারের বিরুদ্ধে উষ্কানীমূলক কার্যকলাপ সহ দেশের নিরাপত্তা বিঘ্ন করে বিভিন্ন ধরণের বিভ্রান্তমূলক, বিদ্বেষমূলক, কু-রুচিপূর্ণ স্লোগান দিয়ে বর্তমান সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতংক ও ভীতি সৃষ্টি করার অপরাধে উল্লেখিত চার জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
অপরদিকে পৃথক অভিযানে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার দায়ে হাটহাজারী ও কক্সবাজার জেলার রামু এবং হাটহাজারী এলাকার মো.শফি আলম (৩৫) ও মো.আরিফ (৩০) নামের দুই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া সোমবার বেলা আড়াইটার দিকে এ প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।











