হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ মো. ইসমাইল হোসেন রনি (২২) এবং নুরুল হক (২১) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পশ্চিম কুয়াইশের অনন্যা আবাসি এলাকার এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. ইসমাইল হোসেন রনি উপজেলার ১৫নং বুড়িশ্চর ইউপির ৪নং ওয়ার্ডস্থ রমজান আলী মিস্ত্রী প্রকাশ বাদশার বাড়ীর মো. মাকছুদুর রহমান প্রঃ দুলাল ড্রাইভার এবং নুরুল হক কক্সবাজার জেলা সদরের বাহারছড়ার ৪নং ওয়ার্ডস্থ আজাদের বাড়ীর মৃত মো. সাইফুল ইসলাম পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি মনিরুজ্জামানের দিক নির্দেশনায় হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১৪নং শিকারপুর ইউপিস্থ ৯নং ওয়ার্ডে পশ্চিম কুয়াইশের অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পশ্চিম পাশে আরিফের তেলের দোকানের পিছনে চৌরাস্তায় হাতের বাম পাশে রাস্তার উপর হতে ইসমাইল এবং নুরুল হককে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি এবং ২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান অস্ত্রসহ দুই ব্যক্তির গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের দুপুরের দিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।