হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:০৭ অপরাহ্ণ

হাটহাজারীতে ট্রাকবোঝাই করে অবৈধ কাঠ পাচারের সময় চিরাইকৃত আকাশমনী কাঠসহ ৩ ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ।

আজ মঙ্গলবার ভোরে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ এর সহযোগিতায় উপজেলার বাসষ্টেষন জিরো পয়েন্ট এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ২০২ ঘনফুট কাঠ জব্দ করা হয় যার আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা। এই সময় তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলো মো. সিয়াম( ২১), মো. সাজিদ হোসেন (২০), মো. জাহিদুল ইসলাম জাহেদী (২৩)। তারা সকলেই রাউজান উপজেলার বাসিন্দা।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ক্যাম্পের সামনে থেকে সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় অবৈধভাবে পাচারের সময় আকাশমনী চিরাইকৃত কাঠসহ একটি পিকআপ আটক করা হয়। বন সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।”

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মেহেদী, এফজি মিলন কান্তি মন্ডলসহ র‌্যাব-৭ সদস্যরা সহযোগিতা করেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কের পাশে যুবকের বস্তাবন্দী মরদেহ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর শহীদুল্লাহ্ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার