হাটহাজারীর বিভিন্ন স্থানে অনুমোদনহীন লটারির টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে গতকাল রোববার সন্ধ্যায় ৩টি সিএনজি আটক করা হয়েছে। পরে হাটহাজারীর মেখল এলাকার আবুল কাশেম, মো. জুয়েল, মো. রাশেদ নামে তিন টিকিট বিক্রয়কারীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, কয়দিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদনহীন লটারি বিক্রি করে
সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। গতকাল রোববার তিনি বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলার আওতাধীন কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনটি সিএনজি টেঙিকে আটক করে লটারি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাদের কাছ থেকে মুছলেখা নিয়ে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।