মাস্ক ব্যবহার না করায় ২০ ব্যক্তিকে জরিমানা

হাটহাজারী

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ ব্যক্তিকে ৭ হাজার ৪শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্ল্যাহ বলেন, গতকাল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মাস্ক বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালানো হয় এবং ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধগৌরাঙ্গ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপন