হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

সম্মানসূচক পাগড়ি পাবেন আড়াই হাজার তরুণ আলেম

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী বার্ষিক এ মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামামাশায়েখগণ তাদের মূল্যবান তকরির পেশ করবেন।

বাদে জুমা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারীর নীতিআদর্শ ও বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও আলোকপাত করবেন। বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৩৪৪ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় আড়াই সহস্রাধিক আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সংলাপের আহ্বান
পরবর্তী নিবন্ধতারেক ও হাওয়া ভবনের নৃশংস খুনের শিকার ছাত্রনেতা মহিম