আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী (হাটহাজারী বড় মাদ্রাসা) থেকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তার নাম মাহমুদুল হাসান। তিনি রাঙামাটি জেলার বেতবুনিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুনির আহমদ গণমাধ্যমকে জানান, মাহমুদুল হাসান মাদ্রাসার হিদায়াতুন্নাহু জামাতের একজন শিক্ষার্থী। ভর্তি জালিয়াতিসহ জামিয়ার অভ্যন্তরীণ আইন–শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাকে বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ওই ছাত্রকে নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় মাদ্রাসার সাবেক ও বর্তমান কিছু শিক্ষার্থী ওই ছাত্রকে মারধর করেছে এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দিলে সিনিয়র শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে উদ্যোগ নেন।
এ ঘটনার পর পর মাদ্রাসার পক্ষ থেকে এই বিষয়ে মাদ্রাসার ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং এ নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট/প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।