হাটহাজারী আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম(বড় মাদ্রাসা)মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ব্যবহারের মালামাল মাদ্রাসা থেকে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল বুধবার মাদ্রাসার অফিস কক্ষে থাকা তার ব্যবহারের মালামাল হুজুরের বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউছুপ নিয়ে গেছেন। মালামাল নিয়ে যাওয়ার পর তার কক্ষটি শূন্য হয়ে গেছে। আল্লামা শফী হুজুরকে যারা আন্তরিকভাবে শ্রদ্ধা করেন তাঁরা হুজুরের কক্ষটাকে মিউজিয়াম করে ব্যবহৃত মালামালগুলো কক্ষে সাজিয়ে রাখার পক্ষে মতামত দেন। ভবিষ্যত প্রজন্ম হুজুরের ব্যবহৃত দ্রব্যাদি দেখে অনুপ্রাণিত হবে বলে মনে করেন তাঁরা।