চট্টগ্রাম হাটহাজারী মহাসড়তে সড়ক দুর্ঘটনায় পটিয়ার কচুয়ায় ইউপির গুয়াতলী এলাকার এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ফটিকছড়ি যাওয়ার পথে চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দিপক মিত্র (৫১)। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- আবুল মনসুর চৌ. (৬৯) ও ফটিকছড়ির সিএনজি চালক আবদর রহমান (৪৫)।
জানা যায়, দিপক মিত্র মসজিদের আইপিএসএর ব্যাটারি নিয়ে সিএনজিযোগে ফটিকছড়ি যাওয়ার পথে চেয়ারম্যান ঘাটা এলাকায় ফটিকছড়ি মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, আমরা এখন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। গিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো।