হাটহাজারী বাজারে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ রাক্ষুসে ‘পিরানহা’ মাছ জব্দ করা হয়েছে। আজ রবিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ নাজমুল হুদা রনি বাজারে অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করেন।
এ সময় তিনি মাছ বিক্রেতাকে সতর্ক করেন। পিরানহা মাছ জব্দ করার কথা স্বীকার করে নাজমুল হুদা রনি বলেন, জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়েছে। মাছ অল্প হওয়ায় বিক্রেতাকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।