হাটহাজারী ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেজবান, মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। উদ্বোধক ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মির্জা মো. শহীদুল্লাহ বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সদস্যসচিব এডভোকেট মাসুদুল আলম বাবলু, সংবর্ধনা ও মিলনমেলা উপকমিটির আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, সদস্যসচিব ফোরকান আজম পাপ্পু। হাটহাজারীর বিভিন্ন পর্যায়ে গুণীজন, চিকিৎসক, শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ, বিশেষ করে এসএসসি/ দাখিল, এইচএসসি/ আলিমে জিপিএ–৫ প্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফারুক–ই–আজম সরাসরি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সরাসরি উপস্থিত থাকতে না পেরে তিনিও ছাত্রছাত্রীদের উন্নতি কামনা করেন এবং হাটহাজারীবাসী এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।
মেয়র তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে ভালো করে লেখাপড়া করে দেশজাতির সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে র্যালি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন নিউরোসার্জন প্রফেসর ডা. কামাল উদ্দিন, প্রফেসর ডা. মাহবুবুল আলম, ডা. মোহাম্মদ ইয়াসিন, ডা. সিরাজুল ইসলাম, ডা. সরওয়ার আলম, মা ও শিশু হাসপাতালের সভাপতি এসএম মোরশেদ, এডভোকেট জিয়া হাবিব আহসান, এডভোকেট আব্দুল গফুর, এডভোকেট মাকসুদুল আলম, এডভোকেট মির্জা ইকবাল, মো. নুরনবী, যুগ্ম–সচিব হায়দার আলী খান, মো. রাশেদুল আলম, আজাদ হোসেন শরীফ, শাহাদাত হোসেন শরীফ, মো. মোরশেদুল আলম, সাইফুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর ইকবাল, এমএ সবুর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











