হাটহাজারী পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে র্যালি,পরিষ্কার –পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ–পরিচালক ও পৌর প্রশাসক মো. নোমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান, পৌর নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, প্রকৌশলী সালমা খাতুন, উপ.সহকারী প্রকৌশলী ফয়সেল আহমেদ খাঁন, মো. নিজাম উদ্দিনসহ পৌরকর্মকর্তা –কর্মচারীবৃন্দ।