হাটহাজারী পৌরসভা সফটওয়ার পদ্ধতিতে কর বিল প্রদান উদ্ধোধন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভায় সফটওয়ার পদ্ধতিতে কর বিল প্রদান উদ্বোধন করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে ১২ হাজার হোল্ডিং কর বিল প্রদান করতে পারবে গ্রাহক। গত মঙ্গলবার পৌর প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম।
নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী সচিব বিপ্লব মুহুরী। বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী কৌশিক বড়ুয়া নীহার,হিসাব রক্ষন কর্মকর্তা মো. শাহাজান, রনজিত কুমার নাথ,কাউন্সিলর মো. জাফর, তফাজ্বল হোসেন ফোরকান, খোরশেদ আলম শিমুল,আবু তালেব, মো. আমিনুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ড্রীমকাস্টের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধগ্রেনেড হামলাকারীদের বিচারের রায় কার্যকর করার দাবি