পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের হাটহাজারী–ফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল রবিবার বাদে আসর হতে হাটহাজারী নজুমিয়া হাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, মানুষ দুনিয়ার মোহে প্রলুব্ধ হয়ে আখিরাতের প্রতি উদাসীন হয়ে আছে। ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে প্রকাশ্যে বিভিন্ন পাপাচারে লিপ্ত। মানুষকে হেদায়তের পথে ফিরিয়ে আনতে প্রয়োজন সঠিক দ্বীন–ইসলামের অনুশাসন, রাসুলুল্লাহ (দ.) এঁর সুন্নতের অনুসরণ, নবীজির আদর্শের বাস্তবায়ন। হযরত গাউছুল আজম (রাদি.) এঁর প্রতিষ্ঠিত এই তরিক্বতের অনুশীলনের মাধ্যমে মানুষ তাকওয়া, তাওয়াক্কুল, পরহেজগারিতা অর্জন করে, ইবাদাত–রিয়াজতে একাগ্রতা সৃষ্টি হয়, অন্তরে রাসুলুল্লাহ (দ.) এঁর মুহাব্বত নিয়ে দৈনিক ১১১১ বার দরুদে মোস্তফা পাঠ করে। মানুষকে হেদায়তের পথে পরিচালিত করার জন্যে তিনি আজীবন কঠোর সাধনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।