হাটহাজারী থেকে অপহৃত ছাত্রী পেকুয়ায় উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারী থেকে অপহৃত একাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন বাইম্যাখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার র‌্যাব অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় রাকিব নামে এক অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাব৭ সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রী তার মাবাবাসহ হাটহাজারী থানাধীন কাজীপাড়ায় বসবাসরত আছেন। তার মা ছেলেমেয়েকে নিয়ে মাঝেমধ্যে শ্বশুরবাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কৃষ্ণপুর বেড়াতে যেত। সেখানে পাশের বাড়ির মো. রাকিবুল ইসলামের সাথে ওই ছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে রাকিব যোগাযোগ অব্যাহত রাখে। রাকিব বিভিন্ন প্রকার প্ররোচনা ও প্রলোভন দেখিয়ে গত ১৭ এপ্রিল ওই ছাত্রীকে অপহরণ করে। এ সময় সে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন বাইম্যাখালী এলাকার একটি বাড়িতে ভুল তথ্য দিয়ে রুম ভাড়া করে ছাত্রীকে আটকে রাখে। ঐদিন সকালে ছাত্রীর মাবাবা তাদের মেয়েকে রুমে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে গত ২০ এপ্রিল তারা হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত জিডি করেন। র‌্যাব বিষয়টি গুরুত্বের সহিত আমলে নিয়ে অভিযান শুরু করে। একপর্যায়ে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন বাইম্যাখালী এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী রাকিবকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটককৃত রাকিব ও এবং উদ্ধারকৃত ছাত্রী সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোসল করতে নেমে ডুবল শিশু, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটকের ভিড়