হাটহাজারী থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে (১৫) চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৭। সেই সাথে অপহরণকারী সবুজ আচার্য্য (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক রাউজান উপজেলার নতুনহাট এলাকার শীতল আচার্যের পুত্র।
জানা যায়, গত ১ ফ্রেরুয়ারি হাটহাজারী পৌরসভার বৌ বাজার সংলগ্ন কামাল পাড়ায় অবস্হিত এসআই ভবনের সামনে থেকে ওই কিশোরী অপহৃত হয়।
অপহরণের ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানে নামে। র্যাব অভিযান পরিচালনা করে নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) অপহৃত কিশোরীকে উদ্ধার করে অপহরণের সাথে জড়িত সবুজ আচার্য্যকে আটক করে। আটককৃতকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবচার জানান, গত ১ ফেব্রুয়ারি হাটহাজারী পৌরসভার বৌ বাজার এসআই ভবনের সামনে থেকে ১৫ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। অপহরণের এই ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর র্যাব প্রযুক্তি ব্যবহার করে ও নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী যুবক সবুজকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।