হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পুনর্মিলনী

| শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল শুক্রবার পুন্ডরীক ধামে অনুষ্ঠিত হয়। ডা. অসীম দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন পরিষদের সমন্বয়কারী মাস্টার শিমুল কান্তি মহাজন। প্রধান বক্তা ছিলেন পরিষদের মুখ্য সমন্বয়ক ড. শিপক নাথ। সাধারণ সম্পাদক নিকু কুমার শীল ও চন্দন নাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উদয় সেন, লিটন মহাজন, কল্যাণ পাল, সন্তোষ নন্দী, বিমল নাথ, নির্মল শীল। স্বাগত বক্তব্য রাখেন রতন নাথ।

আরো বক্তব্য রাখেন আশীষ দে, তপন পাল, দীপন দাশ, লিটন পালিত, সাংবাদিক বাবলু দাশ, ডা. জগদীশ চক্রবর্তী, ছোটন দাশ, টিটু তালুকদার, মুন্সী বিশ্বজিৎ দে, অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ, রুদ্র আচার্য্য, রাজিব সরকার, জনি বিশ্বাস, নটরাজ চৌধুরী, বিধান বণিক, নয়ন চৌধুরী, শ্যামসুন্দর বৈষ্ণব, অরুণ চৌধুরী, রুবেল শীল, শংকর দাশ, গোকুল মল্লিক, সুভাষ নাথ, রূপক নাথ, শ্যামল রুদ্র, স্মৃতি রঞ্জন নাথ, তরুণ বল। অনুষ্ঠানে সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের জন্য ৩৫ জন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইফতার মাহফিল ও সেহেরী সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে থাকা বিত্তবান ব্যক্তিদের সামাজিক দায়িত্ব