হাটহাজারী ও বোয়ালখালীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

হাটহাজারী ও বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে ভর্তূকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার হাটহাজারী ও বোয়ালখালীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ড পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে এ পণ্য বিক্রি শুরু হয়। ৩য় ধাপে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, মহিলা সহায়ক সদস্য রওশনারা বেগম, সহকারী আদায় কারক মো. আরিফুর রহমান, ডিলার তপন পাল, শেখ মোরশেদুজামান প্রমুখ।

বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, গতকাল বিকেলে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে টিসিবির ডিলারদের মাধ্যমে নিত্য পণ্য বিক্রির ব্যবস্থা করে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর কাউন্সিলর জোবাইদা বেগম, শওকত আলম প্রমুখ। প্রথমদিন পৌর এলাকার ২০০ জনের মাঝে এ পণ্য প্রদান করা হয়। টিসিবির চিনি প্রতিকেজি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন ১১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফতেপুর দরবারে খতমে বোখারী শরীফ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসতেজের বস্ত্র বিতরণ