হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

বিএনপি জামায়াতের অবরোধ, সন্ত্রাস, নৈরাজ্যের প্রিিতবাদে গতকাল বুধবার হাটহাজারী উপজেলার জিরো পয়েন্টে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ ইয়াছমিন তালুকদারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফাতেমা নার্গিস হেলনার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজম উদ্দিন, অধ্যাপক নাজমুল হুদা মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, রিমন কান্তি মুহুরী, আরিফুল ইসলাম রাসেল,মিরাজ সিকদার। বক্তব্য রাখেন রহমত আলী, মো. মোসলেম, নিপুন,অ্যাডভোকেট মুনিয়া, পারভীন আক্তার,বাদশা, আয়মান আওসাফ শাহ, মো. হাবিব,মুন্না,ইউপি সদস্য ছেনোয়ারা বেগম, জেসমিন আক্তার লতা,শামীমা আক্তার, দেলোয়ারা বেগম,হালিমা বেগম, রিজিয়া বেগম,সাজেদা বেগম, বিলকিস আক্তার,মণি আকতার, সাবিনা ইয়াসমিন,জাহেদা বেগম প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউ সাংবাদিকতা বিভাগের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কার্যালয় পরিদর্শন
পরবর্তী নিবন্ধচিটাগাং এরিস্টোক্রেট রোটারি ক্লাব ও প্রবর্তক স্কুলের সমঝোতা চুক্তি