হাটহাজারী উপজেলা ফুটবল লিগে ফরহাদাবাদ সমাজ কল্যাণ সমিতির জয়

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ফুটবল লিগের চতুর্থ খেলায় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি জয়লাভ করেছে। গতকাল সোমবার হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি ২০ গোলে কাটিরহাট আরজি ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলা পাঁচ মিনিটের সময় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি ১০ নং জার্সিধারী খেলোয়াড় নোমানের পাস থেকে ১৮ নম্বর জার্সিধারী বেলাল গোল করে দলকে এগিয়ে নেয়। খেলার দ্বিতীয়ারদে ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির খেলোয়াড় মোরশেদের পাশ থেকে নোমান গোল করে দলকে ২০ গোলে এগিয়ে নেয়। খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির ১১ নং জার্সি ধারী খেলোয়াড় মুন্না। তাকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মুজিবুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, আব্দুল মান্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, যুব উন্নয়ন অফিসের সহকারি মোঃ শরীফ,শাহাদাত চেয়ারম্যান,সাফায়েতুল ইসলাম সাবাল,জসীমউদ্দীন জিকু, হুসাইন মঞ্জু, কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, মো,ইমরান, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। মঙ্গলবার এর খেলা হাটহাজারী খেলোয়ার সমিতি বনাম ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেট বল নিক্ষেপে কাপ্তাইয়ের চন্দ্র ত্রিপুরা বিভাগীয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে সিভিল স্ট্রাকচারাল কাপ ক্রিকেট সম্পন্ন