হাজীপাড়া বন্ধন ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

হাজীপাড়া বন্ধন ক্লাবের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই২৪ মিনিবার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ৩২ টি টিম অংশগ্রহণ করে। শুক্রবার রাতে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের শিক্ষক আবুল খায়ের ও হাজীপাড়া বন্ধন ক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম রবির সভাপতিত্বে এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাজীপাড়া বন্ধন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ইমরান ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, হাজীপাড়া সমাজ কল্যাণ পরিষদ প্রধান উপদেষ্টা ছালেহ জহুর বাবুল। টুর্নামেন্টে বন্ধন ক্লাবের সাথে সার্বিক সহযোগিতায় ছিল হাজীপাড়া ফ্রেন্ডশিপ সোসাইটি ক্লাব, মিলন মেলা ক্লাব, বন্ধু মহল ক্লাব ও একতা তরুণ সংগঠন। ফাইনাল খেলায় এইচ পি টি. সুজন ৩০ গোলে হাজীপাড়া ফ্রেন্ডশিপ সোসাইটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাহাত। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন আজান।

পূর্ববর্তী নিবন্ধডিপিএলে রূপগঞ্জে নাম লেখালেন সাকিব
পরবর্তী নিবন্ধবেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ