চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আদালতের রায়ের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেও গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।
এই ঘটনা থেকে প্রমাণিত হয়, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। তিনি ঈদের দ্বিতীয় দিন বুধবার দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরীর আসকার দীঘির পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুরুতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়, সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সাংবাদিক, ডাক্তার, পেশাজীবীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।












